রবিবার, অক্টোবর ১, ২০২৩

অং সান সু চিকে সাধারণ ক্ষমা ঘোষণা

সিসিএন অনলাইন ডেস্ক:

মিয়ানমারের বেসামরিক নেত্রী অং সান সু চিকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে দেশটির সামরিক সরকার। একইসঙ্গে প্রেসিডেন্ট উইন মিন্টকেও ক্ষমা ঘোষণা করা হয়।

তারা দুজনেই ২০২১ সালের ফেব্রুয়ারির অভ্যুত্থানের পর থেকে কারাগারে রয়েছেন। সু চি ১৯টি অপরাধের জন্য দোষী সাব্যস্ত হয়েছেন। এর জন্য তার ৩৩ বছর কারাদণ্ড হয়েছে।

তবে সু চি ও উইন মিন্টকে পুরোপুরি ক্ষমা করে দেয়া হবে না। কিন্তু তাদের শাস্তি কম করা হবে বলে জানা গেছে।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ৭ হাজারেরও বেশি বন্দিকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে,’সংশ্লিষ্ট আদালতের সাজাপ্রাপ্ত আসামি অং সান সু চিকে ক্ষমা করেছেন রাষ্ট্রীয় প্রশাসন কাউন্সিলের চেয়ারম্যান।’

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর