বুধবার, মার্চ ২৬, ২০২৫

অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহারে ত্রুটি: তারকা হোটেল লং বীচকে লাখ টাকা জরিমানা

সাইদুল ফরহাদ :

রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজের রেস্তোরাঁয় ভয়াবহ আগুনের পর সারাদেশে নড়েচড়ে বসেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সারাদেশের মতো কক্সবাজারে হোটেলে ও রেস্তোরাঁ গুলোতে অভিযানে নেমেছে জেলা প্রশাসন। এসময় অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহারসহ নানান ত্রুটি পাওয়ায় কক্সবাজারের তারকা হোটেল লং বীচকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বাকী হোটেল গুলোতে এখনো অভিযান চলমান আছে।

সোমবার (৫মার্চ) সকাল ১১টা থেকে কক্সবাজার শহরের বিভিন্ন এলাকায় আলাদা অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন।

অভিযানে থাকা কক্সবাজার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার দোলন আচার্য্য (পি এপ এম এস)বলেন, কক্সবাজারের তারকা মানের হোটেল লং বীচে অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহারসহ নানান ত্রুটি পাওয়ায় পাওয়া গেছে। অগ্নিনির্বাপক অনেক যন্ত্র অচল। তাদের ২মাসের সময় বেঁধে দেওয়া হয়েছে। তারা যদি এগুলো সংশোধন না করে তাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

অভিযান নেতৃত্ব দেওয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নওশের ইবনে হালিম বলেন, কক্সবাজার হোটেল ও রেস্টুরেন্ট গুলোর ভবনগুলোতে সেফটি-সিকিউরিটি আছে কিনা সেটা দেখতে অভিযানে নামে। এর মধ্যে অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহারসহ নানান ত্রুটি পাওয়ায় কক্সবাজারের তারকা হোটেল লং বীচকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বিভিন্ন এলাকায় আলাদা অভিযান পরিচালনা করছে জেলা প্রশাসন। এখনো অভিযান চলমান আছে।

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

error: Content is protected !!