বৃহস্পতিবার, নভেম্বর ৭, ২০২৪

অনন্ত-রাধিকার বিয়েতে বিনা দাওয়াতে গিয়ে গ্রেফতার ২

সিসিএন অনলাইন ডেস্কঃ

বিবাহত্তোর সংবর্ধনার মধ্য দিয়ে আজ রোববার (১৪ ‍জুলাই) শেষ হবে এশিয়ার শীর্ষ ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির বিয়ে।

সপ্তাহব্যাপী চলা রাজকীয় এই বিয়েতে উপস্থিত হতে দেখা গেছে হলিউড-বলিউড তারকা থেকে শুরু করে বিশ্বের গণ্যমান্য সব ব্যক্তিদের। এমন মহাবিবাহের সাক্ষী কে না হতে চায় বলুন! আর সে কারণেই দাওয়াত না পেলেও রাধিকা-অনন্তর বিয়েতে অংশ নিতে গিয়েছিলেন দুই ব্যক্তি। তবে তাদের আর বিয়েতে অংশ নেয়া হয়নি, ধরা পড়েছেন পুলিশের হাতে।

মুম্বাইয়ের কুরলা কমপ্লেক্সের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে গত ১২ জুলাই অনুষ্ঠিত হয়েছে রাধিকা মার্চেন্ট ও অনন্ত আম্বানির বিয়ে। এতে উপস্থিত ছিলেন বলিউড-হলিউড তারকা থেকে শুরু করে খেলোয়াড়-ধনকুবেররা। যার ফলে বিয়েতে নিরাপত্তা ব্যবস্থাও ছিল চোখে পড়ার মতো।

তবুও জমকালো এই আয়োজনে বিনা দাওয়াতে অবৈধভাবে ভেন্যুতে প্রবেশের অভিযোগের পৃথক ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। নিরাপত্তা কর্মীরা তাদের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে অভিযুক্তদের ধরে ফেলেন। পরে পুলিশের হাতে তুলে দেয়া হয়।

এফআইআরে বলা হয়েছে, শনিবার ভোরে জিও ওয়ার্ল্ড সেন্টারের দোতলায় এক ব্যক্তিকে সন্দেহজনক আচরণ করতে দেখেন নিরাপত্তা কর্মীরা। পরে তারা ওই ব্যক্তিকে সিকিউরিটি ইনচার্জ মণীশ শ্যামলেটির কাছে নিয়ে আসেন, যিনি তাকে জিজ্ঞাসাবাদ করেন এবং পরে তাকে বান্দ্রা-কুরলা কমপ্লেক্স পুলিশের হাতে তুলে দেয়া হয়।

পুলিশ জানিয়েছে, ভিরারের ব্যবসায়ী লুকমান মোহাম্মদ শফি শেখ (২৮) নামে ওই ব্যক্তি ১০ নম্বর গেট দিয়ে অবৈধভাবে অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন। শনিবার ছিল অনন্ত-রাধিকার শুভ আশীর্বাদের অনুষ্ঠান। ভেন্যুতে প্রবেশের জন্য বিশেষ পাস দেয়া হয়েছিল সকলকে। শেখ পরে স্বীকার করেন, কৌতূহলবশত আম্বানির ছেলের বিয়েতে হাজির হয়েছেন তিনি।

দ্বিতীয় ঘটনায়, শুক্রবার সকালে জিও ওয়ার্ল্ড সেন্টারের ১ নম্বর প্যাভিলিয়নের নিরাপত্তা কর্মীরা এক ব্যক্তিকে সন্দেহজনক আচরণ করতে দেখেন। সঙ্গে সঙ্গে তাকে আটক করা হয়। আটকের পর তিনি জানান, ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও ফুটেজ সংগ্রহ করতে এমন কাণ্ড ঘটিয়েছেন।

মুম্বাই পুলিশের তরফে জানানো হয়েছে, দুই অভিযুক্তর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি, ২০২৩-এর ৩২৯ ধারায় (অপরাধমূলক অনধিকার প্রবেশ এবং গৃহ-অনধিকারপ্রবেশ) অভিযোগ দায়ের করা হয়েছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়ান এক্সপ্রেস, টাইমস নাউ

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

error: Content is protected !!