সিসিএন অনলাইন ডেস্ক-
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, এখন আর দেশে কেউ না খেয়ে থাকে না। যারা রাস্তা-ঘাটে না খেয়ে থাকে হয় তারা নেশাখোর আর না হলে সাধু-সন্ন্যাসী পর্যায়ের লোকজন।
টেলিভিশন রিপোর্টাস ইউনিটি অব বাংলাদেশের (ট্রাব) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এম এ মান্নান এ কথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর উন্নয়নের ধরন হচ্ছে ধাক্কা দিয়ে ঘুম ভাঙানো। যেসব উন্নয়নের কথা মানুষ ভাবতেও ভয় পেত প্রধানমন্ত্রী তা করে দেখিয়েছেন।
‘আমি নিজেই কোনোদিন ভাবিনি পদ্মাসেতু করা সম্ভব। কিন্তু প্রধানমন্ত্রী সেটি সম্ভব করেছেন। এছাড়া নদীর নিচ থেকে টানেল নেয়া কিংবা আকাশে স্যাটালাইট পাঠানোর মতো সাহস একমাত্র শেখ হাসিনাই করতে পেরেছেন। তিনি তা বাস্তবায়ন করেও দেখিয়েছেন’, বলেন পরিকল্পনা মন্ত্রী। গ্রামের উন্নয়নের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, গ্রামের মানুষ এখন আর কষ্টে নেই। প্রধানমন্ত্রী তাদের ঘর দিয়েছেন। এছাড়াও যারা অসহায় তারা ভাতা পাচ্ছেন। আমাদের কাছে হয়তো এত অল্প ভাতার দাম নেই। কিন্তু যাকে দেয়া হচ্ছে তার কাছে এর মূল্য অনেক।
‘এখন গ্রামের বাড়িগুলোর দিকে তাকালে দেখবেন, একটি ঘর, সামনে বাগান, পাকা বাথরুম, টিউবওয়েল। এটা প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ফসল। সামনের দিনগুলোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সমর্থন জানাবেন। অতীতে আমরা এমন কোনো নেতৃত্ব পাইনি। আমাদের সৌভাগ্য শেখ হাসিনার মতো
সূত্র- সময় নিউজ