বার্তা পরিবেশক:
“ লাল সবুজের বাংলাদেশে, শিশুর জীবন উঠুক হেসে ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারের উখিয়ার অভিলাষ খেলাঘর আসর বিপুল উৎসাহ উদ্দীপনায় উদযাপন করেছে খেলাঘর আসরের ৭১ তম প্রতিষ্ঠা বার্ষিকী।
কক্সবাজার জেলার অন্যতম জাতীয় শিশু কিশোর সংগঠন অভিলাষ খেলাঘর আসর উখিয়া উপজেলার কোটবাজারে অস্থায়ী কার্যালয় চৌধুরী বাড়িতে খেলাঘর এর ৭১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে।
অভিলাষ খেলাঘর আসরের সভাপতি কবি আদিল চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আামজাদ হোসেনের সঞ্চালনায় আবৃত্তি, গান, আড্ডা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আড্ডায় বক্তব্য রাখেন, মনজুর আলম শাহিন, আরমান জাহেদ, কমরেড মনজুর আলম, জসীম উদ্দীন প্রমূখ।
এতে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঘাতক দালাল নির্মুল কমিটির সভাপতি সোহাগ চৌধুরী, মাহাবু আলম মাহবুব, সাইনুল হাসনাত নিশান, ইরফান আজাদ, শরীফ চৌধুরী, সাজ্জাদ চৌধুরী প্রমুখ।
আড্ডায় অংশগ্রহণকারীরা বলেন সৎ ও যোগ্য দেশপ্রেমিক নাগরিক হিসাবে প্রজন্মকে গড়ে তুলতে খেলাঘর এর বিকল্প নেই। তাই সকলের উচিৎ আগামী প্রজন্মকে খেলাঘর পতাকা তলে নিয়ে এসে সুখী সমৃদ্ধ অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলা।
সর্বশেষে খেলাঘর সংগীতের মাধ্যমে খেলাঘরের ৭১ তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।