সোমবার, অক্টোবর ২, ২০২৩

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি : কক্সবাজারের চার রেস্টুরেন্টকে ৪ লাখ জরিমানা

সিসিএন প্রতিবেদক:
কক্সবাজার শহরে অস্বাস্থ্যকর, বাসী খাবার ও নোংরা পরিবেশে খাদ্য চারটি রেস্টুরেন্টে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১১ জুলাই) বিকাল ৪ টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কক্সবাজার পৌরসভার নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর বিভিন্ন ধারা অনুযায়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাকারিয়ার নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে ৪ রেস্টুরেন্টকে ৪ লাখ টাকা জরিমানা আদায় করেন ।

এই সময় বিভিন্ন ধারা লংঘনের অভিযোগে স্বাদ, মিষ্টিবন এর কারখানা, ঝাউতলার জামান হোটেল, কলাতলির শালিক রেস্তোরাঁকে এক লক্ষ টাকা করে মোট ০৪ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এই সময় আরও উপস্থিত ছিলেন র‍্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন, কক্সবাজারের জেলা নিরাপদ খাদ্য অফিসার নাজমুল ইসলাম, কক্সবাজারের নিরাপদ খাদ্য পরিদর্শক জহরলাল পাল ।

এছাড়া ফোর্স হিসেবে র‍্যাব ১৫ কক্সবাজার সার্বিক সহযোগিতা করেন।

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর