শনিবার, সেপ্টেম্বর ২৩, ২০২৩

অ্যাম্বুলেন্স মালিক সমিতির ধর্মঘট প্রত্যাহার

সিসিএন অনলাইন ডেস্ক:

অ্যাম্বুলেন্স থেকে প্রাইভেটকারের মতো আয়কর (এটিআই) নেওয়া বন্ধসহ ছয় দফা দাবি মেনে নেওয়ার আশ্বাসে অনির্দিষ্টকাল ধর্মঘট প্রত্যাহার করেছে অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি। সোমবার সমিতির সভাপতি গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি (ডেভেলপমেন্ট) আতিকুল ইসলাম। একইসঙ্গে ডেঙ্গু রোগীদের ভোগান্তির কথা চিন্তা করে কর্মসূচি স্থাগিত করা হয়েছে।

এর আগে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার রাত ১২টা থেকে অনির্দিষ্টকাল ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়। এ সময় সমিতির পক্ষ থেকে ছয় দফা দাবি তুলে ধরা হয়। অন্য দাবিগুলো হলো- অ্যাম্বুলেন্সের জন্য জাতীয় নীতিমালা প্রণয়ন, প্রধানমন্ত্রী ঘোষিত টোল ফ্রি বাস্তবায়ন, প্রতিটি হাসপাতালে অ্যাম্বুলেন্সের পার্কিং সুবিধা দেওয়া, রোগী থাকা অবস্থায় প্রতিটি পাম্পে সিরিয়াল ছাড়াই তেল ও গ্যাস নেওয়ার ব্যবস্থা করা এবং সড়কে নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দীর্ঘদিন ধরে জাতীয় নীতিমালা বাস্তবায়নের জন্য বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে ঘুরেও কোনো প্রতিকার হয়নি। জাতীয় নীতিমালার দাবিতে ৬৪ জেলায় মানববন্ধন কর্মসূচি দিয়েও কাজ হয়নি।

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর