সিসিএন অনলাইন ডেস্ক:
মামলা খারিজ হওয়ার পর তথ্য গোপন করে একই বিষয়ে ভিন্ন আদালতে মামলা করায় আইনজীবী ও নালিশকারীকে সশরীরে হাজির হয়ে ৭ দিনের মধ্যে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দিয়েছেন বিচারক। শেষ সঙ্গে মামলাটি আমলযোগ্য না হওয়ায় খারিজ করে দিয়েছেন আদালত।
বুধবার (১ ফেব্রুয়ারী) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত (সদর) এ মামলা নং-১৪৯/২৩ পর্যালোচনা শেষে বিচারক মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিকী এই নির্দেশ প্রদান করেছেন।
অভিযুক্তরা হলেন, এডভোকেট মোক্তার আহমদ ও নালিশকারী নুরুল আলম সিকদার।
মামলার নথি পর্যালোচনা করে দেখা গেছে, গত ২০ জানুয়ারি মানহানির ঘটনা দেখিয়ে জাহাঙ্গীর আলম, সাইফুল ইসলাম, মোজাহের মিয়া, শাহ নেওয়াজ ও মোঃ রাশেদুল ইসলামের বিরুদ্ধে টেকনাফ আমলী আদালতে মামলা করেন নুরুল আলম সিকদার নামক এক ব্যক্তি। যার মামলা নং-সিআর ৪০/২৩। শুনানি শেষে মামলাটি খারিজ করে দেয় আদালত। এরপরে ঘটনাস্থল পরিবর্তন করে একই বিষয়ে একই আইনজীবীর মাধ্যমে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সদর) আদালতে আরেকটি মামলা করেন নুরুল আলম সিকদার। যার মামলা নং-১৪৯/২৩।
এসব তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির এম.এ.ই শাহজাহান নুরী।