সিসিএন অনলাইন ডেস্ক:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে দেশের প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ।
প্রার্থী হতে নিজের জন্য মনোনয়ন ফরম সংগ্রহের মাধ্যমে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের জন্য ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার সকাল সোয়া ১০টার দিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীর কার্যালয় থেকে শেখ হাসিনার জন্য গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেন গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতারা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিন সকালে কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছান। এরপর নির্ধারিত ৫০ হাজার ফি জমা দিয়ে তার পক্ষ ফরম সংগ্রহ করা হয়। আর এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রমের উদ্বোধন করেন শেখ হাসিনা।

বুধবার সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ভোট অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি।
তফসিল অনুযায়ী, রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমার শেষ তারিখ ৩০ নভেম্বর।
মনোনয়ন ফরম সংগ্রহের পর আওয়ামী লীগ নেতা ও সাংবাদিকদের সঙ্গে কথা বলে শেখ হাসিনা।
দলীয় সভাপতির ফরম কেনার মাধ্যমে মনোনয়ন প্রত্যাশীদের জন্য ফরম সংগ্রহ কার্যক্রম উন্মুক্ত করে দেয়া হয়েছে।
শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেয়া যাবে।