প্রেস বিজ্ঞপ্তি:
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাতবার্ষির্কী ও জাতীয় শোকের মাস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
শনিবার ৫ আগষ্ট আজমিরীগন্জ আজিমনগর ইলামনগরে শোকের মাস উপলক্ষে এই আলোচনা সভা ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরান থেকে তেলাওয়াত ও জাতির পিতাসহ ১৫ আগস্টে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা কুতুবউদ্দিন আহমেদ।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য এডভোকেট আব্দুল মজিদ খান এম পি।
তিনি বঙ্গবন্ধুর স্মৃতিচারণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধে বিজয়ের পেছনে বঙ্গবন্ধুর দেশের দল মত নির্বিশেষে সবাইকে একতাভুক্ত করতে পারার আসাধারণ ক্ষমতার কথা তুলে ধরেন।
তিনি উল্লেখ করেন, বঙ্গবন্ধু সারাজীবন দেশের জন্য দিয়ে গেছেন। সেই বঙ্গবন্ধুকে সপরিবারে জীবন দিতে হলো। এর চেয়ে কলঙ্কময় অধ্যায় আর কিছু নেই।
অনুষ্টানে সভাপতিত্ব করেন আওয়ামী নেতা মনু মিয়া এবং পরিচালনা করেন আলাই মিয়া এবং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা আফসার উদ্দিন।
অনুষ্ঠানের ইউনিয়ন ও ওয়ার্ডের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।