সোমবার, অক্টোবর ২, ২০২৩

আন্দোলনে আপত্তি নেই, জ্বালাও পোড়াও সহ্য করা হবে না: প্রধানমন্ত্রী

সিসিএন অনলাইন ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আন্দোলনের নামে জ্বালাও পোড়াও করলে সহ্য করা হবে না।

সোমবার (৩১ জুলাই) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, আন্দোলন সংগ্রাম দেখলে ভয় পাবেন না, ভয় পাওয়ার কিছু নেই। তারা আন্দোলন সংগ্রাম যাই করুক, আমাদের আপত্তি নেই; তবে জ্বালাও পোড়াও কখনো সহ্য করা হবে না। বাংলাদেশের ভাগ্য নিয়ে আর কাউকে ছিনিমিনি খেলতে দেবো না।

প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধে যারা সমর্থন করেনি, তাদের মনের বৈরিতা কিন্তু এখনো কেটে যায়নি। কিন্তু সেটা অতিক্রম করেই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। বাংলাদেশ এগিয়ে যাবে। সেজন্য মুখ গোমড়া করে থাকলে চলবে না, সবাইকে হাসিখুশি দেখতে চাই।

জনপ্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, স্বাধীনতা ব্যর্থ হতে পারে না। স্বাধীনতার সুফল প্রতি ঘরে ঘরে পৌঁছে দেবো। আপনারা আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন বলেই বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে।

অবৈধভাবে ক্ষমতার বদল বাংলাদেশকে পিছিয়ে দেয় মন্তব্য করে শেখ হাসিনা বলেন,
বাংলাদেশ একবারই ক্ষমতার শান্তিপূর্ণ পালাবদল হয়, সেটা ২০০১ সালে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময়।

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, মানুষের চিন্তা না করে কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিয়েছিল বিএনপি। তারা ভেবেছিল, কমিউনিটি ক্লিনিক থাকলে মানুষ নৌকায় ভোট দেবে। অবশ্য তার ফলও পায় ২০০৮ সালের নির্বাচনে।

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর