সোমবার, ডিসেম্বর ৯, ২০২৪

২৩ মামলার আসামী খুরুস্কুলের কায়সার গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজার সদর উপজেলার খুরুশকুলের শীর্ষ সন্ত্রাসী গ্রুপ মামুন বাহিনী’র সেকেন্ড ইন কমান্ড ২৩ মামলার আসামি মোহাম্মদ কায়সারকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫ সদস্যরা।

রোববার সন্ধ্যার দিকে তাকে খুরুশকুলের বঙ্গবন্ধু বাজার থেকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে র‍্যাব-১৫ এর জ্যেষ্ঠ এক কর্মকর্তা।

গ্রেফতার মো. কায়সার আলম খুরুশকুলের কাউয়ার পাড়ার মৃত নুরুল আলম বহদ্দারের ছেলে। সে শীর্ষ সন্ত্রাসী গ্রুপ মামুন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড হিসেবে পরিচিত।

স্বৈরাচার সরকারি দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান ও খুরুশকুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আ’লীগ নেতা জসিম উদ্দিন ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোস্তাক মিয়ার বলয়ে থাকায় মামুন ও তার সেকেন্ড ইন কমান্ড নানা অপরাধ করলেও আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে পার পেয়ে যান বার বার।

র‍্যাবের কর্মকর্তারা বলেন, ‘কায়সার আলমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। দুইটি মামলায় ওয়ারেন্ট মূলে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তার বিরুদ্ধে হত্যা, অপহরণ, পাহাড় কাটা, নারী নির্যাতন, পুলিশ এসল্ট, ছিনতাই, চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধে ২৬টি মামলা রয়েছে।

প্রাপ্ত তথ্যমতে, কক্সবাজার সদর উপজেলার খুশকুলের কাউয়ার পাড়া এলাকার মৃত নুরুল আলম বহদ্দারের পুত্র মামুন বাহিনীর প্রধান মো: মামুনুর রশিদ মামুন, মো: কায়সার, মো: পারভেজ, মো: রাসেদ ও মো: সাহেদের বিরুদ্ধে হত্যা, অপহরণ, ধর্ষণ, নারী নির্যাতন, চাঁদাবাজি, মাদক কারবার, পাহাড়কাটা, জবরদখল, পুলিশের উপর হামলা করে হ্যান্ডকাফসহ আসামি ছিনতাই, অস্ত্রবাজি, ছিনতাইসহ নানা অপরাধে ৩৬ টি মামলা রয়েছে।

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

error: Content is protected !!