নিয়োগ বিজ্ঞপ্তি:
প্রতিষ্ঠান: পালস (প্রোগ্রাম ফর হেল্পলেস এন্ড লেগ্ড সোসাইটিস্)
প্রধান কার্যালয়: বাইপাস সড়ক, ঝিলংজা, কক্সবাজার-৪৭০০
পদবি: ইনস্ট্রাক্টর -৩জন
১. ব্লক-বাটিক ইনস্ট্রাক্টর- ১জন,
২. এমব্রয়ডারী/নক্সীকাঁথা ইনস্ট্রাক্টর-১জন
৩. সেলাই/দর্জি ইনস্ট্রাক্টর – ১জন
পালস মাল্টেজার ইন্টারন্যাশনাল সংস্থার অর্থায়নে ডিসেম্বর ২০২২ থেকে জুলাই ২০২৫ সাল পর্যন্ত কক্সবাজার জেলা সদর উপজেলা খুরুস্কুল ও চৌফলদন্ডী ইউনিয়নে পিছিয়ে থাকা অতি দরিদ্র, জলবায়ু পরিবর্তনে প্রভাবিত জনগোষ্ঠিদের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষে তাঁত/হ্যান্ডলুম, বøক-বাটিক, এমব্রয়ডারী/নক্সীকাঁথা, হস্তশিল্প, সেলাই বিষয়ে দক্ষতা তৈরী করার লক্ষে ”Resilience strengthening of vulnerable populations in northern, western and eastern Bangladesh through a network approach of 5 partner organizations” প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে। উক্ত প্রকল্প এলাকায় গিয়ে উপরোক্ত বিষয়ে প্রশিক্ষণ প্রদান করতে আগ্রহী ও যোগ্য প্রশিক্ষক বা দক্ষ কারিগর নিকট হতে ( ব্লক-বাটিক এর উপর ইনস্ট্রাক্টর ১জন, এমব্রয়ডারী/নক্সীকাঁথার উপর ইনস্ট্রাক্টর -১জন এবং সেলাই/দর্জি উপর ইনস্ট্রাক্টর ১জন মোট ৩জন প্রশিক্ষক বা ইনস্ট্রাক্টর) দরখাস্ত আহবান করা হচ্ছে।
প্রশিক্ষণের স্থান: খুরুস্কুল ও চৌফলদন্ডী ইউনিয়ন, সদর উপজেলা, কক্সবাজার।
দায়িত্বসমূহ:
১. ক্লাইমেট রেজিলিয়েন্ট গ্রুপের সদস্যদেরকে ব্লক, বাটিক /এমব্রয়ডারী বা নক্সীকাঁথা/সেলাই উপর প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ উৎপাদক হিসেবে গড়ে তোলা।
২. ক্লাইমেট রেজিলিয়েন্ট গ্রুপের সদস্যদের উৎপাদিত পণ্য বাজারজাতকরণ বা বিপনের কাজে সহযোগিতা করা।
৩. ক্লাইমেট রেজিলিয়েন্ট গ্রুপের (জলবায়ু স্থিতিস্থাপকতা স্বনির্ভর দল) এর স্বনির্ভর দল গঠন কাজে সহযোগিতা করা।
৪. স্থানীয় রির্সোস সেন্টার/মালামাল রক্ষণাবেক্ষণ, পণ্য মজুদ, বিতরণ কাজে সহযোগিতা করা।
এছাড়া কর্তৃপক্ষের অর্পিত যে কোন কাজে সহযোগিতা করা।
বেতন: আলোচনা সাপেক্ষে
যোগ্যতা:
১. এইচ.এস.সি. তবে অধিক যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য।
২. সংশ্লিস্ট কাজে নূন্যতম ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অভিজ্ঞ নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
উপযুক্ত এবং আগ্রহী বাংলাদেশী প্রার্থিদেরকে এক কপি জীবন বৃত্তান্ত , দুই কপি পাসপোর্ট সাইজে ছবি, অভিজ্ঞতা সনদ ও জন্ম নিবন্ধন/জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ আগামী ৭ সেপ্টম্বর ২০২৩ খ্রি: মধ্যে অফিস চলাকালীন সময়ে বরাবরে নির্বাহী পরিচালক, পালস, পালস সাব অফিস, আবু সেন্টার চতুর্থ তলা, পূর্ব বাজার ঘাটা, কক্সবাজার প্রধান সড়ক, কক্সবাজার-৪৭০০ বা phalshr@gmail.com অনুকুলে আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
