সোমবার, মার্চ ২৪, ২০২৫

ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে রোগীরা দুর্ভোগে সদর হাসপাতালে

সালাউদ্দিন:
বেতন ভাতা বৃদ্ধির দাবিতে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে পোস্ট গ্রাজুয়েট ও ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির কারণে কিছুটা দুর্ভোগে পড়েছেন কক্সবাজার সদর হাসপাতালের রোগীরা। বাড়তি চাপে পড়েছেন অন্যান্য চিকিৎসকরা।

রোগী ও তাদের স্বজনরা জানান, রোজার মধ্যে ইন্টার্ন চিকিৎসকরা ৪৮ ঘণ্টা কর্মবিরতি শুরু করায় তাদেরকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। ঠিক সময়ে চিকিৎসা সেবা পাচ্ছেনা তারা।

ইন্টার্ন চিকিৎসক পরিষদের নেতারা বলছেন, গতবছর স্বাস্থ্যমন্ত্রী তাদের বেতন ভাতা বৃদ্ধির আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি। তাদের দাবি বেতন ভাতা বৃদ্ধি করে ৩০ হাজার টাকা করা হোক। এটা না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, ইন্টার্ন চিকিৎসক ছাড়া অন্য চিকিৎসকরা যথারীতি রোগী দেখছেন। রোগীদের যাতে দুর্ভোগ না হয় সে চেষ্টা করছেন তারা। কিন্তু ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি হাসপাতালের প্রধান।

বেতন ভাতা বৃদ্ধির দাবিতে ২৩ মার্চ রাত সাড়ে ৮টা থেকে ৪৮ ঘণ্টার এ কর্মবিরতি শুরু করেন কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট গ্রাজুয়েট ও ইন্টার্ন চিকিৎসকরা।

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

error: Content is protected !!