হামিদুল হক, ঈদগড় প্রতিনিধি:
কক্সবাজারে ঈদগড়ে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় মোঃ ফায়সাল নামের এক স্কুলছাত্রকে মারধর করে আহত করেছে বখাটেরা।
১১ জুন দুপুর ১২টার দিকে ঈদগড় এএমবি উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। আহত ফায়সাল উক্ত বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র।
জানা গেছে, ছুটির পর বিদ্যালয়ের সামনে এলাকার কয়েকজন চিহ্নিত বখাটে ছাত্রীদের উত্ত্যক্ত করছিল। এ সময় প্রতিবাদ করলে বিদ্যালয়ের গেটের সামনে ফায়সাল কে এলোপাথাড়ি মারধর করে পালিয়ে যায়। পরে শিক্ষক ও অন্য ছাত্ররা এসে আহত অবস্থায় ফায়সাল কে উদ্ধার করে চিকিৎসার জন্য ঈদগড় মেডিকেল সেন্টারে নিয়ে আসে।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শওকত আলম জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।