রবিবার, ডিসেম্বর ১০, ২০২৩

ইমরুল কায়েসের বিরুদ্ধে মামলা করেছেন কায়সারুল হক জুয়েল

সিসিএন রিপোর্ট:

উখিয়ার হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরীর বিরুদ্ধে আইসিটি ধারায় মামলা করেছেন কক্সবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল।

মামলায় উল্লেখ করা হয়, কক্সবাজার পৌরসভার নির্বাচনী জনসভায় ২০২৩ সালের ৬ জুন রুমালিয়ারছরা এলাকায় প্রকাশ্যে কায়সারুল হক জুয়েলের পক্ষে নৌকার জন্য ভোট কারচুপির ও ভোট ডাকাতি করেছেন বলে ইমরুল কায়েস চৌধুরী তার বক্তব্যে প্রকাশ করেন। যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এমন তথ্য মিথ্যা বলে মামলায় আরো উল্লেখ করা হয়, ২০১৯ সালে ইবিএম পদ্ধতিতে উপজেলা পরিষদ নির্বাচনে জনগণের বিপুল ভোটে কায়সারুল হক জুয়েল কক্সবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এতে কোনো প্রকার ভোট কারচুপি ও ভোট ডাকাতির কোনো ঘটনা ঘটেনি। এমন মিথ্যা বক্তব্য দিয়ে ইমরুল কায়েস চৌধুরী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কায়সারুল হক জুয়েলের মানহানি করেছে বলে উল্লেখ করে চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালে ১২ অক্টোবর মামলা দায়ের করেন ।

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর