বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

ঈদগড়ে আনাচে – কানাচে মিলছে মাদক, উদ্বিগ্ন অভিভাবকরা

হামিদুল হক, ঈদগড় প্রতিনিধি :

কক্সবাজার জেলার ঈদগড়ে আনাচে-কানাচে মিলছে মরণনেশা ইয়াবা, গাঁজা, মদসহ নানা মাদকদ্রব্য।

এসব মাদক গ্রহণকারী অধিকাংশই উঠতি বয়সের যুবকরা। আর এই নেশার টাকা জোগাড় করতে তারা লিপ্ত হচ্ছে নানা অপরাধে।

প্রতিরাতেই চুরি , ছিনতাই, অপহরণসহ সমস্ত অপকর্মে জড়িয়ে টাকা জোগাড় করছে মাদক সেবনের জন্য। ফলে এই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে।

স্থানীয়দের দাবি অভিযান না থাকায় ঈদগড়ের গ্রামে গঞ্জে চলছে মাদকের রমরমা ব্যবসা। মাদকের হাত থেকে যুব সমাজকে রক্ষার জন্য প্রশাসনের কাছে দাবি জানান তারা।

মাসিক আইনশৃঙ্খলা বৈঠকে বা ইউনিয়ন বিট পুলিশিং বৈঠকে মাদকের বিরুদ্ধে কথা বলা হলেও তা সীমাবদ্ধ থাকে সেই সমস্ত বৈঠকগুলোতে।

বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে ঈদগড় থেকে ইয়াবা সহ বেশ কয়েকজনকে আটক করে কক্সবাজার ডিবি পুলিশ।

এ বিষয়ে ঈদগড় পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই মনির জানান, শীঘ্রই মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হবে ঈদগড়ে।

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

error: Content is protected !!