মঙ্গলবার, অক্টোবর ১৫, ২০২৪

ঈদগড়ে এক ব্যবসায়ীকে কুপিয়ে সর্বস্ব লুট

হামিদুল হক, ঈদগড় প্রতিনিধি:

কক্সবাজার জেলার ঈদগড়ে এক ব্যবসায়ীকে এলোপাতাড়ি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সর্বস্ব লুট করেছে দুর্বৃত্তরা।

জানা যায়, ৫ আগষ্ট (শনিবার) রাত সাড়ে ১০ টার দিকে ঈদগড় ছগিরাকাটা এলাকার বাসিন্দা ও সাবেক মেম্বার মনিরুজ্জামানের ছেলে তারেক হোসাইন (৩০) তার নিজস্ব মুদি দোকানের ব্যবসায়িক কাজ শেষ করে মোটর সাইকেল যোগে বাড়িতে ফেরার পথে শাহ আলম মিস্ত্রির বাড়ির নিকটবর্তী স্থানে পৌঁছলে আগে থেকে ওঁতপেতে  থাকা দুর্বৃত্তরা তার গতিরোধ করে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর আহত করে, তার কাছ থেকে সর্বস্ব লুট করে নিয়ে যায়।

পরে জানাজানি হলে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার্থে সদর হাসপাতালে নিয়ে যায়।

এ বিষয়ে জানতে চাইলে ঈদগড় পুলিশ ক্যাম্প ইনচার্জ এ এস আই  আশরাফুল বলেন, ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত ব্যবসায়ী তারেক কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যেতে সহযোগিতা করি। পাশাপাশি দুষ্কৃতকারীদের ধরতে তৎক্ষণাৎ বিভিন্ন দিকে অভিযান চালায়। 

কিন্তু ওইসময় প্রচুর বৃষ্টিপাত হওয়াতে ইচ্ছে থাকা সত্ত্বেও অভিযান বেগবান করা যায়নি। কিন্তু বর্তমানে পুলিশ অপরাধীদের ধরতে ও শনাক্ত করতে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। 

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

error: Content is protected !!