হামিদুল হক, ঈদগড় প্রতিনিধি:
ঈদগড়-কাগজিখোলা সড়কে দুর্ঘটনায় একজন নিহত ও দুইজন গুরুতর আহত হয়েছে।
১১ জুন সকাল ৯ টার দিকে ঈদগড়-কাগজিখোলা সড়কের বড়ই বাগান নামক স্থানে মালবাহী ড্যাম্পার গাড়ি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন গুরুতর আহত হয়। সকলে মোটরসাইকেলের যাত্রী ছিলেন।
এ সময় খবর পেয়ে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে, প্রথমে ঈদগড় মেডিকেল সেন্টারে নিয়ে আসে। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে নিয়ে যাওয়ার পথে বাইশারী ইউনিয়নের তওম্মাপাড়া এলাকার আতিমং মারমার ছেলে ইছামং মারমা (৫৫) মৃত্যু বরন করেন। অপর দুইজন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য শাহাব উদ্দিন। স্থানীয়দের বরাতে তিনি জানান, ড্যাম্পার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন গুরুতর আহত হন। স্থানীয়রা হাসপাতালে নেয়ার পথে একজন মারা যায়।