রিয়াজ উদ্দীন রিয়াদ, ঈদগাঁও প্রতিনিধি:
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদে কাভার্ড ভ্যানের ধাক্কায় সিএনজি উল্টে চালক নিহত হয়েছেন। নিহত চালকের নাম মো: নুরুল হক (৪৫)।
শুক্রবার (২৯মার্চ) রাত আনুমানিক ৯টার দিকে ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের হাঁসের দীঘি নামক স্থানে এই ঘটনাটি ঘটে এবং ঘটনাস্থলে সিএনজি চালকের মৃত্যু হয় । এ ঘটনায় কাভার্ড ভ্যান ও এর চালককে আটক করতে পারেনি এলাকাবাসী।
স্থানীয়রা জানায় রাত আনুমানিক ৯টার দিকে নিহত নুরুল আলম সিএনজি নিয়ে ঈদগাঁও বাস স্টেশনের দিকে আসলে ইসলামাবাদ হাঁসের দীঘি নামক স্থানে একটি কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এতে এতে ঘটনাস্থলে সিএনজি ড্রাইভারের মৃত্যু হয় ।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব রঞ্জন চাকমা বিষয়টি নিশ্চিত করে জানান, আমি শুনেছি কাভার্ড ভ্যান এবং সিএনজি মুখোমুখি সংঘর্ষ হয়েছে থানায় লিখিত অভিযোগ না পাওয়ায় কোন আইনি পদক্ষেপ নেওয়া হয়নি।
নিহত নুরুল হক( ৪৫)হলেন ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের পূর্ব ইউছোপেরখীল মৃত আলী আহমেদের ছেলে।