রিয়াজ উদ্দিন রিয়াদ, ঈদগাঁও প্রতিনিধি:
কক্সবাজারের ঈদগাঁওতে পুকুরে ডুবে ইলমা মনি (৩) ও আদিবা মনি (২) নামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার (৯জুন) উপজেলার পোকখালী ইউনিয়নের মালমুরা পাড়ায় হাফেজ খানার পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।
বিষয়টি নিশ্চিত করেন ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা। তিনি জানান, খবর পেয়ে ঈদগাঁও থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মৃতদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
পরিবারের সদস্যদের বরাতে পোকখালীর ৪ নং ওয়ার্ডের মেম্বার আজম খান জানান, ঘটনার আগে দুই শিশু খেলতে গিয়ে নিখোঁজ হয়ে পড়ে। দীর্ঘক্ষণ খোঁজার পর হাফেজখানার পুকুরে তাদের ভেসে উঠতে দেখে স্থানীয়রা উদ্ধার করে।