সিসিএন অনলাইন ডেস্ক:
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও বাজারে অভিযান চালিয়ে বিভিন্ন অনুমোদনহীন ও সরকারি ঔষধ বিক্রিসহ বিভিন্ন অপরাধে ১ লাখ ১৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
কক্সবাজার সদর উপজেলা কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়ার নেতৃত্বে সোমবার (৩০ জানুয়ারি) ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়।
এসময় ঈদগাঁও বাস-স্টেশনস্থ আরাফাত ফার্মেসিকে ২০ হাজার, নুর জাহান ফার্মেসিকে ২০ হাজার এবং ঈদগাও মেডিকেল হাসপাতালস্থ ফার্মেসিকে ২০ হাজার ও বিভিন্ন অ-ব্যবস্থাপনার দায়ে ঈদগাঁও মেডিকেল হাসপাতালকে ৫০ হাজার, বাস-স্টেশনস্থ হোটেল আয়োজনকে ৩ হাজার ও শেরাটন হোটেলকে ৪ হাজারসহ মোট এক লক্ষ সতেরো হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন সদর উপজেলা কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া।
অভিযানে অংশ নেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব টিটু চন্দ্র শীল, কক্সবাজার জেলা ড্রাগ ইন্সপেক্টর রোমেল মল্লিক ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর জহর লাল পাল।