শহিদুর রহমান রাফি (ঈদগাঁও) :
চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও ইসলামপুর এলাকায় এসি বাস ও মিনি ট্রাকের সংঘর্ষে ২ জন আহত হয়েছে।
আহতরা বাস ও মিনি ট্রাকের ড্রাইভার।
ঘঠনায়স্থলে ঈদগাঁও থানা পুলিশ এবং ডুলাহাজরা হাইওয়ে পুলিশ উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।
বুধবার (১৯ এপ্রিল ) রাত সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, কক্সবাজার থেকে আগত একটি এসি বাস ঈদগাঁও ইসলামপুর মহাসড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মিনি ট্রাকের সাথে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুই গাড়ির ড্রাইভারই আহত হয়েছে। তাদেরকে উদ্বার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বাসের যাত্রীরা জানায়, বাসের সুপারভাইজারের ভুল নির্দেশনায় মিনি ট্রাকের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে।