সোমবার, নভেম্বর ১১, ২০২৪

ঈদগাঁও পানিবন্দি দুর্গতদের পাশে ব্যারিস্টার মিজান সাঈদ

সিসিএন নিউজ:

পাহাড়ি ঢল ও টানা বর্ষণে কক্সবাজার ৩ আসনের অন্তর্গত ঈদগাঁও উপজেলার বিভিন্ন ইউনিয়নের
ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। বানের পানির কারণে লাখো মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। কোনো কোনো এলাকায় পানি ঘরের চালা স্পর্শ করেছে। ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় মানুষজন বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিচ্ছেন।

পানিবন্দি মানুষের মাঝে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শুকনো খাবার বিতরণ করেছেন কক্সবাজার ৩ সংসদীয় আসনে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার মিজান সাঈদ।

মঙ্গলবার (৮ আগস্ট) দুপুর ১টার দিকে অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে পানি বন্দি মানবেতর দিনযাপন করা জালালাবাদ ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডের অন্তর্গত সওদাগর পাড়া,দক্ষিণ এবং পশ্চিম লরাবাগ পাড়ার জনগণের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়।

ব্যারিস্টার মিজান সাঈদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা দুর্যোগ, দুর্দিনে সবার আগে এগিয়ে আসে, যার শিক্ষা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদের দিয়েছেন। বিভিন্ন মাধ্যমে জানতে পারলাম ভারী বর্ষণ ও জোয়ারের ফলে পানিবন্দি অনেক ঘরে রান্না করা সম্ভব হয়নি। তাই তাদের পাশে থাকার এই ক্ষুদ্র চেষ্টা।

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

error: Content is protected !!