সোমবার, মার্চ ২৪, ২০২৫

ঈদ স্পেশাল ট্রেনে পাথর নিক্ষেপ, চকরিয়ার ২ জন গ্রেফতার

সিসিএন ডেস্ক:
চট্টগ্রাম-কক্সবাজার রুটের ঈদ স্পেশাল ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় কক্সবাজারের চকরিয়া হতে ২ জনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম রেল (জিআরপি) পুলিশ।

শনিবার (২২ জুন) তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন পেয়ার মোহাম্মদ প্রকাশ পেয়ারু (২২) ও আব্দুল্লাহ আল নোমান (২২)। দু’জনের বাড়িই চকরিয়ার বড়ইতলী ইউনিয়নে।

গ্রেফতারকৃতদের চট্টগ্রাম রেল স্টেশন জিআরপি থানা গণমাধ্যমকর্মীদের সামনে হাজির করা হয়। এসময় গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন রেলওয়ে চট্টগ্রাম পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী।

তিনি বলেন, ‘ট্রেনে পাথরনিক্ষেপকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স। কোনভাবে এদের ছাড় দেওয়া হবে না।’

প্রসঙ্গত, গত সোমবার (১৮জুন) কক্সবাজার জেলা চকরিয়া থানার বড়ইতলী এলাকায় ঈদ স্পেশাল ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পায়।

জানা যায়, ঈদ উপলক্ষে চট্টগ্রাম-কক্সবাজার রুটের ঈদ স্পেশার ট্রেনে চলন্ত অবস্থায় পাথর নিক্ষেপের ঘটনায় গ্রেফতারকৃত আসামিরা ছাড়াও অপর পলাতক আসামি আরিফুল ইসলাম চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ করে যাত্রীদের মাঝে ভীতিকর অবস্থার সৃষ্টি করে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ হলে রেলওয়ে পুলিশ তৎপর হয়ে ২ জনকে গ্রেফতার করে।

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

error: Content is protected !!