বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫

উখিয়ায় এপিবিএন-আরসার পাল্টাপাল্টি গুলি, গ্রেপ্তার ৩

সিসিএন অনলাইন ডেস্ক:

কক্সবাজারের উখিয়ার একটি রোহিঙ্গা ক্যাম্পে বৃহস্পতিবার (৩ আগস্ট) সকালে আইনশৃঙ্খলায় নিয়োজিত আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সঙ্গে রোহিঙ্গাদের উগ্রপন্থী সংগঠন আরকান রোহিঙ্গা সালভেশন আর্মির (আরসা) গোলাগুলি হয়েছে। 

উপজেলার রাজাপালং ইউপির ৭নং রোহিঙ্গা ক্যাম্পে ঘটা এই ঘটনায় জড়িত তিন আরসা সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি ওয়ান শুটার গান, ৬ রাউন্ড গুলি, ৩টি কার্তুজ ও একটি ক্লিনিং রড।

গ্রেপ্তাররা হলেন- ৬নং রোহিঙ্গা ক্যাম্পের সি/৬ ব্লকের বাসিন্দা মোহাম্মদ সোলাইমানের ছেলে আবুল হাশেম (৩০), ৭নং রোহিঙ্গা ক্যাম্পের জি/৭ ব্লকের বাসিন্দা আব্দুস শরীফের ছেলে মোহাম্মদ রুহুল আমিন (২৩) এবং ৫নং রোহিঙ্গা ক্যাম্পের সি/১ ব্লকের আব্দুল মাজেদের ছেলে কামরুল হাসান (২২)।

বিষয়টি নিশ্চিত করে ১৪ এপিবিএনের অধিনায়ক সৈয়দ হারুনুর রশীদ (অতিরিক্ত ডিআইজি) বলেন, ভোরে নৌকার মাঠ পুলিশ ক্যাম্পের বিশেষ অভিযানে থাকা টহল দলকে লক্ষ্য করে গুলি চালায় আরসা সন্ত্রাসীরা। এসময় এপিবিএন আত্মরক্ষায় পাল্টা গুলি চালিয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে। পরে ধাওয়া করা হলে ধরা পড়ে তিন আরসা সদস্য। আইনগত ব্যবস্থা নিতে আটকদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। 

এ ঘটনায় জড়িত অন্যদের আইনের আওতায় আনতে আভিযানিক তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

error: Content is protected !!