শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযানে গ্রেপ্তার ৭

সিসিএন প্রতিবেদক:

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযানে চালিয়ে সাত রোহিঙ্গা আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে হত্যা, মাদকসহ একাধিক মামলা রয়েছে।

বৃহস্পতিবার (২৩ মার্চ) র‌্যাব ১৫-এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) সহকারী পুলিশ সুপার মো. শামসুল আলম খান এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- ১৩ নম্বর ক্যাম্পের ফরিদুল হক, দিল মোহাম্মদ প্রকাশ ফয়েজ, আউয়াল প্রকাশ ওয়াহেদ, মো. ইউনুছ এবং ১৯ ক্যাম্পের নাজমুল হাসান, এহেছান উল্লাহ, মো. রিয়াজ।

পুলিশ সুপার মো. শামসুল আলম খান জানান, বুধবার (২২ মার্চ) রাতে ১৩ ও ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান চালায় র‌্যাব এবং উখিয়া থানার পুলিশ। অভিযানের সময় সাত রোহিঙ্গা আসামিকে গ্রেপ্তার করা হয়।

তাদের বিরুদ্ধে হত্যা, মাদকসহ একাধিক মামলা রয়েছে। পরে তাদের উখিয়া থানায় দেওয়া হয়েছে।

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

error: Content is protected !!