সিসিএন প্রতিবেদকঃ
কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ায় সী লাইন বসের সাথে সিএনজি চালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে টেকনাফের হ্নীলার রশিদ আহমদের পুত্র মুফিজুল ইসলাম(২৮) নিহত হয়েছে। এসময় ৬ জন আহত হয়েছে৷
শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন মৃত ব্যক্তির স্ত্রী মর্জিনা আক্তার (২২), সিএনজি ড্রাইভার সব্বির আহমদ(২৫), জান্নাতুল (২২), আজিজা (২৫) ও তার ৭ বছরের ছেলে শিশু সন্তান এবং হামিদ হোছন (৪০)।
উখিয়া শাহপুরী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাজমুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যায় কক্সবাজার ছেড়ে আসা সিএনজি টেকনাফ হ্নীলা পথে আর সী-লাইন মিনিবাস উখিয়া থেকে ছেড়ে আসা কক্সবাজার মুখি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সামনে আসলে সিএনজির সাথে মিনিবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়৷ পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে একজনকে মৃত ঘুষান করেন৷ এতে শিশুসহ ৬জন হয়৷ সিএনজি ও সী লাইন মিনিবাস জব্দ করে।
তিনি আরো জানান, নিহতের লাশ ময়না তদন্তের জন্য কক্সবাজার মর্গে প্রেরণ করা হয়েছে।