সোমবার, অক্টোবর ২, ২০২৩

উখিয়ার বিভিন্ন গ্রামে আত্মগোপন করা ৩২ রোহিঙ্গা আটক

সাইদুল ফরহাদ:

কক্সবাজারের উখিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩২ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ আগস্ট) থেকে বুধবার পর্যন্ত দুই দিনে ক্যাম্প থেকে পালিয়ে আসা ও বিভিন্ন অপরাধে জড়িত ৩২ রোহিঙ্গাকে আটক করে পুলিশ।

আটক রোহিঙ্গারা উখিয়া ও টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।

তিনি জানান, চোরাই পথে ও আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ক্যাম্প থেকে বের হয়ে গ্রামে এসে বিভিন্ন অপরাধে জড়াচ্ছে রোহিঙ্গারা। এই অপরাধ ঠেকাতে উখিয়া থানার উদ্যোগে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। অপ্রাপ্ত বয়সের অনেকেই উখিয়ায় টমটম ও সিএনজি এবং বিভিন্ন মালবাহী যানবাহন চালাচ্ছে, এর মধ্যে রোহিঙ্গাদের সংখ্যাও বেশি, ফলে দুর্ঘটনাও হচ্ছে, দুর্ঘটনা কমাতে এবং রোহিঙ্গাদের ক্যাম্প থেকে বের হওয়া ঠেকাতে পুলিশের বিশেষ এ অভিযান।

এ অভিযানে ক্যাম্প থেকে পালিয়ে যাওয়াসহ বিভিন্ন অপরাধে ৩২ জনকে আটক করা হয়েছে। আটক রোহিঙ্গাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট ক্যাম্প ইনচার্জদের কাছে পাঠানো হবে।

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর