শুক্রবার, জানুয়ারি ২৪, ২০২৫

উখিয়া ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে রোহিঙ্গা যুবক নিহত

সিসিএন প্রতিবেদক:
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে মোহাম্মদ কবির আহমদ (২৮) নামের এক রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১১মে) রাত ১১ টার দিকে উখিয়া পালংখালী ৯ নম্বর ক্যাম্পে ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত যুবক কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্প আবুল হোসেনের পুত্র।

শুক্রবার (১২মে) দুপুর ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।

তিনি জানান, রাত ১১টার দিকে ২০-২৫জনের একটি মুখোশধারী দূর্বৃত্তের দল হঠাৎ রোহিঙ্গা যুবক তাকে গুলি করে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে এনজিও এমএসএফ পরিচালিত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কী কারণে এ যুবককে হত্যা করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের আটক করতে পুলিশের বিশেষ অভিযান চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

error: Content is protected !!