নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ইমাম হোসেন (৩০)নামক এক রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।
আজ মঙ্গলবার (৫ডিসেম্বর) দুপুর ২টার দিকে উখিয়া ৪নং ক্যাম্পে এই ঘটনা ঘটে।
নিহত যুবক উখিয়ার ক্যাম্প- ৪ নং ক্যাম্পের মনির উল্লাহর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার ওসি শামীম হোসাইন।
ওসি জানান,দুপুরের দিকো ক্যাম্পে অস্ত্রধারী কয়েকজন অজ্ঞাত সন্ত্রাসী ইমাম হোসেনকে সরাসরি গুলি করে হত্যা করে পালিয়ে যায় । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি আরো জানান, রোহিঙ্গা ক্যাম্পে নিজেদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার পর ঘটনাস্থলে টহল বাড়ানো হয়েছে।