সিসিএন প্রতিবেদক:
কক্সবাজার উখিয়া খুনিরা পালং এলাকায় ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৩জন।
শুক্রবার (৭এপ্রিল) সকাল ৮টার দিকে উখিয়া খুনিরা পালং কক্সবাজার -টেকনাফ মহাসড়কে এই ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক নিহতের পরিচয় মেলেনি।
বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উখিয়া পালংখালী থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি কক্সবাজার যাওয়ার পথে খুনিয়া পাংল এলাকায় কক্সবাজার থেকে টেকনাফমুখী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনা স্থলে সিএনজির চালক ও দুই যাত্রীসহ ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। আহত হয়েছেন আরো ৩জন।
খবর পেয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।