সাইদুল ফরহাদ :
কক্সবাজারের উখিয়া বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় জহিরুল হক (৪৮) নামে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন সিএনজির আরও ৪ যাত্রী।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উখিয়ার হিজিলিয়া স্টেশনে এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি উখিয়ার বাসিন্দা। তবে তাৎক্ষণিক আহতদের নাম পরিচয় মিলেনি।
বিষয়টি নিশ্চিত করেন শাহপুরী হাইওয়ে থানা পুলিশের ওসি সাইফুল ইসলাম।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি বলেন, বেলা সাড়ে ১১টায় স্পেশাল সার্ভিস নামক একটি যাত্রীবাহী বাস টেকনাফ থেকে কক্সবাজারের দিকে আসছিল। এ সময় সিএনজিচালিত অটোরিকশাটি উখিয়া থেকে টেকনাফের দিকে যাচ্ছিল। পরে ঘটনাস্থল পৌঁছালে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সিএনজিচালক ও পাঁচ যাত্রী আহত হন। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক এক যাত্রীকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি জব্দ করা হয়েছে।