প্রেস বিজ্ঞপ্তি:
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, কক্সবাজার জেলা সংসদের ২ দিন ব্যাপী চতুর্দশ সম্মেলন ও কাউন্সিল অধিবেশন শেষ হয়েছে। জাঁকজমকপূর্ণ আয়োজন শেষে কাউন্সিল অধিবেশনের মাধ্যমে ২৩ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ নির্বাচিত হয়।
শনিবার কক্সবাজার জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে আশুতোষ রুদ্রকে সভাপতি এবং সৌরভ দেবকে সাধারণ সম্পাদক করে ২ বছরের জন্য ২৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি পদে যথাক্রমে মফিদুল আলম, দীলিপ দাশ, নীলোৎপল বড়ুয়া, ছোটন দাশ। সহ-সাধারণ সম্পাদক পদে জাহেদুল হক সুমন ও রুবেল ধর, কোষাধ্যক্ষ পদে তর্পনা দে, সম্পাদক মন্ডলীর সদস্যরা হলেন মো. আবছার, রুমি মল্লিক, কংকন হোড়, অনুশ্রী শর্মা।

এছাড়াও কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন পূর্ববর্তী কমিটির সভাপতি কল্যাণ পাল, মহুয়া ঘোষ, সোমা দাশ, ফাতেমা ইসলাম পুতুল, ফাল্গুনী দাশ, জীয়ন্ত রাজু, তাপস মল্লিক, সাদ্দাম হোসেন। ফাঁকা রাখা হয়েছে ২টি সদস্য পদ।
কাউন্সিল শেষে ওইদিন সন্ধ্যায় অনুষ্ঠিত হয় “ধ্রুপদের সুরে হৃদয়চেরা কাব্যের গালিব” শিরোনামে বৈঠকী সুর ও কাবের আলাপ আয়োজন। যেখানে সুরের আলাপ তুলেন ধ্রুপদ এসোসিয়েশন অব বাংলাদেশ’র সাবেক সভাপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের প্রফেসর ড. অসিত রায় এবং কাব্যের আলাপ তোলেন লেখক ও চিন্তক জাভেদ হুসেন।

এর আগে শুক্রবার কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে চতুর্দশ সম্মেলন ও কাউন্সিলের উদ্বোধন করেন কক্সবাজারের প্রবীণ নৃত্যশিল্পী দিলীপ চৌধুরী। এসময় বক্তব্য রাখেন উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে, লেখক ও চিন্তক জাভেদ হুসেন, উদীচী কেন্দ্রীয় সংসদের সম্পাদক মন্ডলীর সদস্য রহমান মুফিজ ও আরিফ নূর। সভাপতিত্ব করেন জেলা উদীচীর সভাপতি কল্যাণ পাল।
উদ্বোধনী দিনে মঞ্চে শাস্ত্রীয় সঙ্গীত ধ্রুপদ পরিবেশন করেন প্রফেসর ড. অসিত রায়। মঞ্চ মাতিয়ে রাখেন গানের দল পেনোয়া ও দক্ষিণ চট্টগ্রামের আঞ্চলিক গানের সম্রাজ্ঞী শিল্পী বুলবুল আক্তার।
তাছাড়া বহুত্ববাদের উপস্থাপন হিসেবে মঞ্চে গজল, শ্যামা সঙ্গীত, লালন ও ভাওয়াইয়াসহ গণসঙ্গীত পরিবেশন করে জেলা উদীচীর শিল্পীবৃন্দ এবং দলীয় পরিবেশনা করে মহেশখালী শাখা উদীচী।