প্রেস বিজ্ঞপ্তি :
কক্সবাজারের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘স্বপ্নের সিঁড়ি’ উমরাহ হজ্ব থেকে ফেরত সংগঠনের উপদেষ্টা ও পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর আমিনুল ইসলাম মুকুলকে সংবর্ধনা জানিয়েছে। সংগঠনের নব নির্বাচিত সভাপতি আব্দুল্লাহ আল মামুন এবং সাধারণ সম্পাদক প্রশান্ত মিত্রের নেতৃত্বে মুকুলকে ফুল দিয়ে বরণ করা হয়।
জনপ্রিয় এই পৌর কাউন্সিলর ১৪ আগস্ট উমরাহ হজ্ব পালন করে দেশে ফিরেছেন। তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন সদস্যবৃন্দ। এদের মধ্যে ছিলেন রাজীব দেবদাশ, আরাফাত সাইফুল আদর, আবছার উদ্দিন, এনামুল হক, আরিফুর রহমান রাজু, আসিফ সাইফুল আবীর, সাইফুল্লাহ সোহেল এবং রাসেদুল ইসলাম সোহেলসহ অন্যান্যরা।
‘স্বপ্নের সিঁড়ি’ কক্সবাজার জেলার একটি আলোকিত সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়ামূলক সংগঠন হিসেবে পরিচিত।