চকরিয়া প্রতিনিধিঃ
চকরিয়া পৌরসভা বিএনপি নেতা শাহজাহান মুনিরের মৃত্যুর দিন তার স্ত্রী ফুটফুটে এক কন্যা সন্তান প্রসব করে। ঐ দিন তাদের বিবাহবার্ষিকীও ছিল। গত ২৬ জুন বৃহস্পতিবার রাত ৯ টায় শাহজাহান মুনির মৃত্যুবরনকরেন।
২৭ জুন শুক্রবার সকাল ১১টায় তার জানাজা অনুষ্ঠিত হয়। বিকাল ৩টায় স্ত্রী অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে বেসরকারি হাসপাতাল মেক্সে ভর্তি করায়। রাত ৮ঃ৩০ মিনিটে তিনি একটা কন্যা সন্তান প্রসব করে। কন্যা যখন পৃথিবীর আলো দেখল তখন পিতা অন্ধকার কবরের বাসিন্দা।
এঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। শাহজাহান মুনিরের ঘনিষ্ঠ বন্ধু ও প্রতিবেশী মঈন উদ্দিন বলেন আজ আমার বন্ধুর বিবাহবার্ষীকী আর একদিনই সে আমাদের ছেড়ে চলে গেছে আর নবজাতক মেয়েটির মুখও দেখে যেতে পারলনা।