সোমবার, অক্টোবর ২, ২০২৩

এখনো সন্ধান মেলেনি সৈকতে নিখোঁজ তুহিনের মরদেহ

সিসিএন প্রতিবেদক:

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ স্থানীয় কিশোর মোহাম্মদ আলী তুহিন (১৫)সন্ধান গত ২৪ ঘণ্টায়ও মেলেনি। বুধবার (১৯জুলাই) ভোর ৫ থেকে দ্বিতীয় দিনের উদ্ধার অভিযান শুরু করেছেন সী লাইফ গার্ড কর্মীরা।

এর আগে মঙ্গলবার (১৮জুলাই) বেলা ৪টার দিকে সৈকতের লাবনী পয়েন্টে গোসলে নেমে নিখোঁজ হন কিশোর ।

নিখোঁজ কিশোর কক্সবাজার পৌরসভার ৩নং ওয়ার্ড নূর পাড়ার হোসেনের পুত্র।

সী লাইফ গার্ড কর্মকর্তা জয়নাল আবদিন ভুট্টু বলেন,ভোর ৪টা থেকে আমাদের ২য় দিনের উদ্ধার কার্যক্রম শুরু হয়। সাগর উত্তাল থাকায় উদ্ধার কার্যক্র একটু চ্যালেঞ্জ হয়েছে। তারপর আমরা সাগরের নিচে ডুব দিয়ে খোঁজ করার চেষ্টা করছি।

তিনি আরো বলেন, আমাদের আরো একটি টিম সাগরের মাঝে গিয়ে ওয়াটার বাইক নিয়ে সন্ধান চলছে। আশাকরি আমরা ভাটার সময় পেয়ে যাবো।

নিহত কিশোরের পিতা হোসন বলেন, আমার ছেলে যে বীচে আসছে সেটা আমরা জানি না। ছেলে ঘর থেকে বের হয়ে যাওয়ার সময় আব্বা আমি যাচ্ছি শব্দটা যে শেষ শব্দ হবে কোনদিন কল্পনা করেনি। আমি কিছু চাই না শুধু আমার ছেলের মরদেহটি চাই বলে কান্নায় ভেঙে পড়েন তিনি।

টুরিস্ট পুলিশের সাব ইন্সপেক্টর আবু সাঈদ (পিপিএমসেবা) বলেন,স্থানীয় কিশোর তুহিনের মরদেহ উদ্ধারের কার্যক্রম চলমান। সাগর উত্তাল থাকায় দমকল কর্মীদের উদ্ধার করা একটু কঠিন হয়ে পড়েছে।

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর