শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫

নৌকার বিজয় সুনিশ্চিত করতে এবার মাঠে নামল মহিলা আওয়ামী লীগ

বার্তা পরিবেশক:
আসন্ন পৌরসভা নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করতে এবার মাঠে নামলো কক্সবাজার মহিলা আওয়ামী লীগ। নেতাকর্মীদের নিয়ে পাড়া-মহল্লায় করা হয়েছে আলাদা আলাদা কমিটি। এসব কমিটি মাহবুবুর রহমান চৌধুরীর চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত নিরলসভাবে কাজ করার অঙ্গীকার করেন।

বুধবার বিকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত প্রস্তুতি সভায় এ তথ্য জানানো হয়। জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ মোস্তাকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হামিদা তাহের এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, নৌকা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জননেত্রী শেখ হাসিনার প্রতীক। নৌকার হাত ধরেই দেশের উন্নয়ন সমৃদ্ধি। তাই নৌকায় ভোট দিলেই কক্সবাজার পৌরসভার কাঙ্খিত উন্নয়ন হবে। তবে এ জন্য মহিলা আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। কারণ ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ পরাজিত করতে পারবে না।

সভায় নৌকার মেয়র প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নৌকা কক্সবাজারের উন্নয়ন করার জন্য দিয়েছেন। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন।

স্বতঃস্ফূর্ত অংশ নেয়। পরে প্রধানমন্ত্রীর কুটনৈতিক সাফল্যে একটি বর্ণাঢ্য বিজয় মিছিল বের করা হয়। এতে মহিলা আওয়ামী লীগের শত শত নেতাকর্মী

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

error: Content is protected !!