বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

এসপি, জেল সুপার পরিচয়ে টাকা হাতিয়ে নিতেন তিনি

সিসিএন অনলাইন ডেস্কঃ

তিনি কখনো পুলিশ সুপার, আবার কখনো জেল সুপার সাজতেন। মাঝে মধ্যে আইনজীবী সেজেপ্রতারণার মাধ্যমে বিভিন্নজনের কাছে থেকে টাকা হাতিয়ে নিয়েছেন এমন অভিযোগে হুমাইয়ুন কবির (২৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (২৯ফেব্রুয়ারি) রাতে কক্সবাজারের সদর উপজেলা ঝিলংজা ইউনিয়নের শুকনাছড়ি এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যাক্তি বান্দরবান লামা ফাঁসিয়াখালী এলাকার মৃত বদি আলমের পুত্র।

শনিবার (২মার্চ) বেলা ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব ১৫ সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া)অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী।

তিনি জানান, হুমাইয়ুন কবির নামে এক ব্যাক্তি দীর্ঘদিন ধরে নিজেদেরকে কখনও পুলিশ সুপার, কখনও জেল সুপার, কখনও কখনও আইনজীবিসহ বিবিধ উর্ধ্বতন কর্মকর্তার ভুয়া পরিচয় দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছে এমন অভিযোগ আসে আমাদের কাছে। এই তথ্যের ভিত্তিতে আমাদের একটি অভিযানিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

প্রাথমিকভাবে তিনি তার অপরাধের কথা স্বীকার করেন। সে এই পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী পরিচয় দিয়ে শতাধিক মানুষের সাথে প্রতরনা করেছেন।

গ্রফতার ব্যাক্তির বিরুদ্ধে আইনি ব্যাবস্থা প্রক্রিয়াদিন।

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

error: Content is protected !!