সোমবার, মার্চ ২৪, ২০২৫

এস আলম গ্রুপের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় বাজারে চিনির কোনও সংকট হবে না: এফবিসিসিআই সভাপতি

সিসিএন অনলাইন ডেস্ক:
চট্টগ্রামের কর্ণফুলীতে এস আলম গ্রুপের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আসন্ন রমজানে দেশের বাজারে চিনির সংকট তৈরি হবে না বলে জানিয়েছেন এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম।

আসন্ন রমজান মাসে নিত্যপণ্যের সরবরাহ নিয়ে আমরা একটি সভার আয়োজন করেছিলাম। সেখানে এই খাতের ব্যবসায়ীরা জানিয়েছেন দেশে পর্যাপ্ত পরিমাণে চিনির মজুদ রয়েছে। তাই চিনির সংকট তৈরি হওয়ার কোনও সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন এফবিসিসিআই সভাপতি ।

তবে কর্ণফুলীতে এস আলম গ্রুপের একটি চিনির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের দুঃখ প্রকাশ করে এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম বলেছেন এ ধরনের দুর্ঘটনা খুবই অপ্রত্যাশিত ও দুঃখজনক। আমাদের নিত্য প্রয়োজনীয় পণ্যগুলোর মধ্যে চিনি অন্যতম।

পবিত্র রমজান মাসে চিনির চাহিদা অনেক বেশি থাকে। তাই এই অগ্নিকাণ্ডের ফলে রমজান মাসে সব ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে খুচরা ব্যবসায়ী, পাইকারি ব্যবসায়ী, আমদানিকারক, আড়তদার এবং মিল মালিকদের আরও তৎপর হওয়ার আহ্বান জানান তিনি। উল্লেখ্য সোমবার বিকেলে চট্টগ্রামের কর্ণফুলী এলাকায় এস আলম সুগার রিফাইনারি নামের চিনি কারখানায় অগ্নিকাণ্ড ঘটে।

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

error: Content is protected !!