সিসিএন অনলাইন ডেস্ক :
কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে।
শনিবার (২ ডিসেম্বর) সকাল ৯টা ৩৬ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়।
অ্যান্ড্রয়েড আর্থ কুইক এলার্ট সিস্টেমের তথ্য মতে রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৫।
তাৎক্ষণিক ভূমিকম্পে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ভূমিকম্পের উৎপত্তিস্থল লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা বলে প্রথম আলোকে জানিয়েছেন ঢাকা আবহাওয়া অফিসের দায়িত্বরত কর্মকর্তা রবিউল হক। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৬। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, রামগঞ্জ উপজেলা থেকে আট কিলোমিটার পূর্ব ও উত্তর-পূর্বে ভূমিকম্পের উৎপত্তিস্থল।