সিসিএন রিপোর্ট:
কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া এলাকায় বজ্রপাতে একজন নিহত হয়েছে ।
শনিবার ১ এপ্রিল বিকাল ৪ টার দিকে ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া বড়ুয়া পাড়ার সুতার বিলে এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম সুনিল বড়ুয়া প্রকাশ ততক্কা। তিনি বড়ুয়া পাড়ার মৃত চিত্তরঞ্জন বড়ুয়ার ছেলে।
ঝিলংজা ইউনিয়নের চেয়ারম্যান টিপু সুলতান বলেন, দুপুরে ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত হচ্ছিল। এ সময় সুনিল বড়ুয়া সুতার চর বিলে জমিতে কাজ করছিলেন ।
কাজ করার সময় বজ্রপাতে সুনিল বড়ুয়া আহত হলে অন্য চাষিরা তাকে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।