রবিবার, ডিসেম্বর ১০, ২০২৩

কক্সবাজারের ট্রেনে সর্বনিম্ন ৫ টাকায় রামু, ৫৫ টাকায় চট্টগ্রাম, ১২৫ টাকায় ঢাকা যাওয়া যাবে

সিসিএন অনলাইন ডেস্ক:

ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত ট্রেনের ভাড়া চূড়ান্ত করেছে বাংলাদেশ রেলওয়ে। এতে সর্বনিম্ন ৫ টাকায় রামু এবং সর্বোচ্চ এক হাজার ৭২৫ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। ১০ ডিসেম্বর রাতে সংশ্লিষ্ট সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

ভাড়ার তালিকা বিশ্লেষণে দেখা যায়, মোট ১১ ধরনের ভাড়া রয়েছে।

শুধু আন্ত নগর ট্রেনেই আট রকমের ভাড়া আছে। ভাড়া নির্ধারণে ঢাকা থেকে কক্সবাজারের দূরত্ব বিবেচনা করা হয়েছে ৫৩৫ কিলোমিটার।

তালিকা অনুযায়ী, ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত দ্বিতীয় (সাধারণ) শ্রেণির ভাড়া ১২৫ টাকা। যদিও মেইল ও কমিউটার ট্রেনের ভাড়া এর চেয়ে বেশি।

মেইল ট্রেনে ঢাকা থেকে কক্সবাজার যেতে ভাড়া দিতে হবে ১৭০ টাকা। আর কমিউটার ট্রেনে কক্সবাজার যাওয়ার ভাড়া ২১০ টাকা নির্ধারণ করেছে রেলওয়ে।

আন্তঃনগর ট্রেনের ক্ষেত্রে সুলভ শ্রেণিতে ২৫০, শোভন শ্রেণিতে ৪২০, শোভন চেয়ারে ৫০০, প্রথম শ্রেণির আসনে (ভ্যাটসহ) ৬৭০, স্নিগ্ধা শ্রেণিতে (ভ্যাটসহ) ৯৬১, প্রথম শ্রেণি বার্থে (ভ্যাটসহ) এক হাজার, শীতাতপ নিয়ন্ত্রিত আসনে এক হাজার ১৫০, শীতাতপ নিয়ন্ত্রিত বার্থে (ভ্যাটসহ) এক হাজার ৭২৫ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর