শওকত ইসলাম, রামু:
কক্সবাজারের রামুতে এসএসসি পরিক্ষার্থীকে নকলে সহায়তা ও কেন্দ্রে স্মার্ট ফোন ব্যবহারের দায়ে ৩ জন শিক্ষক ও ১ জন পরিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন রামু উপজেলার নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মুস্তফা।
বহিষ্কৃতরা হলেন – দক্ষিণ মিঠাছড়ি দাখিল মাদ্রাসার মানবিক বিভাগের ছাত্রী আকলিমা সুলতানা, কলঘর আবু বক্কর ছিদ্দীকা বালিকা মাদ্রাসার শিক্ষক খানে জাহান, রাবেতা মাদ্রাসার শিক্ষক জয়নাল আবেদিন ও রহমানিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার শিক্ষক মুজিবুর রহমান।
রামুর এসএসসি ও সমমান পরিক্ষা কেন্দ্র রহমানিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় পরিক্ষা চলাকালীন ছাত্রী আকলিমা সুলতানাকে নকলে সহায়তার মাধ্যমে দায়িত্বে অবহেলার কারনে হল পরিদর্শক কলঘর আবু বক্কর ছিদ্দীকা বালিকা মাদ্রাসার শিক্ষক খানে জাহান, রাবেতা মাদ্রাসার শিক্ষক জয়নাল আবেদিনকে বহিষ্কার করা হয়।
একই কেন্দ্রেই পরীক্ষার কক্ষে পরীক্ষা চলমান অবস্থায় স্মার্টফোন ব্যবহার করে কথা বলার সময় হাতেনাতে ধৃত হওয়ার অপরাধে রাবেতা মাদ্রাসার শিক্ষক জয়নাল আবেদিনকে বহিষ্কার করা হয়।