সংবাদ বিজ্ঞপ্তি :
পেশাগত দায়িত্ব পালনকালে চ্যানেল টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি আজিম নিহাদ ও তার ক্যামেরাপার্সনকে নাজেহালের ঘটনায় হোটেল লংবীচকে বর্জনের ঘোষনা দিয়েছে কক্সবাজার প্রেস ক্লাব ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন।
এই ঘটনার সাথে জড়িত অভিযুক্ত কর্মকর্তা সরওয়ারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ না করা পর্যন্ত ওই হোটেলে সকল অনুষ্ঠান বর্জনের সিদ্ধান্ত বলবৎ থাকবে।
কক্সবাজার প্রেস ক্লাব ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের ও কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন।
নেতৃবৃন্দ হোটেল লংবীচ কর্তৃপক্ষের সাংবাদিক বিদ্বেষি এমন আচরণের ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।