সাইদুল ফরহাদ:
কক্সবাজারের উখিয়া থ্যাংখালী অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ দুর্ধর্ষ সন্ত্রাসী রহমত উল্লাহকে গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার (১০ অক্টোবর) রাত ১২টার দিকে উখিয়া থ্যাং খালীর বটতলী ঠান্ডাজোড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় উদ্ধার করা হয় ওয়ান শুটারগান বন্দুক, ০২ রাউন্ড গুলি।
গ্রেফতারকৃত রহমত উল্লাহ উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের ২০নং ক্যাম্পের জাকারিয়ার পুত্র। সে দুর্ধর্ষ রোহিঙ্গা সন্ত্রাসী বলে দাবি করেন র্যাব।
বুধবার (১১অক্টোবর) বিকেল ৪টার দিকে বিষয়টি নিশ্চিত করেন র্যাব ১৫ সিনিয়র সহকারী(ল’ এন্ড মিডিয়া) পরিচালক আবু ছালাম চৌধুরী।
তিনি জানান, রোহিঙ্গা সন্ত্রাসী রহমত উল্লাহ ডাকাতি প্রস্তুতি নিয়ে থ্যাংখালীর বটতলী ঠান্ডাজোড়া এলাকায় অবস্থান করছে।এ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় । মূলত চাঁদাবাজি, অপহরণ, হত্যা, গুম এবং বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল সে।
প্রাথমিকভাবে স্বীকার করেছে বিভিন্ন সময়ে ক্যাম্প এলাকায় অবৈধ অস্ত্র দিয়ে ডাকাতিসহ নানা ধরনের অপরাধ করে আসছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।