শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫

কক্সবাজারে এনজিও কর্মীর কবজি কাটল ছিনতাইকারীরা

সিসিএন অনলাইন ডেস্ক:

কক্সবাজার শহরে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) দুই কর্মী ছিনতাইয়ের শিকার হয়েছেন। এ সময় ছিনতাইকারীদের বাধা দিতে গিয়ে ছুরিকাঘাতে জামাল আফরান (৩৮) নামের একজনের কবজির রগ কেটে গেছে। এ সময় মিথিলা হক নামের তাঁর সঙ্গে থাকা এক সহকর্মীও আহত হন।

আজ সোমবার সকালে শহরের বাইপাস সড়কের কলাতলী এলাকার বিকাশ ভবনের সামনে এ ঘটনা ঘটে। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জামাল আফরান টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বরীপাড়ার ওবাইদুর রহমানের ছেলে।

ভুক্তভোগী মিথিলা হক বলেন, ছিনিয়ে নেওয়া ব্যাগ দুটিতে তাঁদের দুটি মোবাইল ফোনসেট, একটি ল্যাপটপ, একটি পাসপোর্ট ও একটি জাতীয় পরিচয়পত্র রয়েছে। আহত জামাল আফরানকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি মো. রফিকুল ইসলাম বলেন, সকাল সাড়ে ছয়টার দিকে তাঁরা দুজন চট্টগ্রামের উদ্দেশে বাসে উঠতে রিকশায় কক্সবাজার বাস টার্মিনাল যাচ্ছিলেন। পথে বাইপাস সড়কের কলাতলী এলাকার বিকাশ ভবনের সামনে পৌঁছালে অটোরিকশায় একদল ছিনতাইকারী তাঁদের গতিরোধ করে। এ সময় তাঁদের দুটি ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। এতে বাধা পেয়ে ছিনতাইকারীরা জামাল আফরানকে ছুরিকাঘাত করে। এতে জামালের বাঁ কবজির রগ কেটে যায়। পরে ছিনতাইকারী ব্যাগ দুটি নিয়ে পালিয়ে যায়।

ওসি আরও বলেন, পুলিশ এ ঘটনা অবহিত হওয়ার পর থেকে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।

সূত্র: উখিয়া নিউজ

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

error: Content is protected !!