শুক্রবার, জানুয়ারি ২৪, ২০২৫

কক্সবাজারে এলএলবি পরীক্ষায় নকলের দায়ে ১ পরীক্ষার্থী বহিষ্কার

সিসিএন প্রতিবেদক:

কক্সবজারে এলএলবি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (২৫ মার্চ) সকালে কক্সবাজার সিটি কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

কেন্দ্র সূত্রে জানা যায়, ওই কেন্দ্রে ‘হিন্দু আইন’ বিষয়ে এলএলবি পার্ট-১ – ৪র্থ পত্রের পরীক্ষা চলছিল। এ সময় মনোয়ারা বেগম নামে এক পরীক্ষার্থী অসদুপায় অবলম্বনকালে ধরা পড়েন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বহি:পরিদর্শক সহকারী অধ্যাপক শেখ মুহাম্মদ মুজাহিদুল ইসলাম পরিদর্শনে গিয়ে অসদুপায় অবলম্বনের দায়ে তাকে বহিষ্কার করেন। সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়।

মোট ১৮৫ জন শিক্ষার্থীর মধ্যে ১৬৪জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।

আগামী পরীক্ষাগুলোতে নকলমুক্ত পরিবেশে সম্পন্নের জন্য এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান জাতীয় বিশ্ববিদ্যালয়ের বহি:পরিদর্শকগণ।

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

error: Content is protected !!