আনোয়ার হোছাইন:
কক্সবাজারের রামু উপজেলায় এসিডযুক্ত পানি পান করে মোহাম্মদ বাপ্পি (১৬) নামে এক রাবার শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (১৫ জুলাই) এই ঘটনা ঘটে।
বাপ্পি গর্জনিয়া ইউনিয়নের দক্ষিণ বড়বিল এলাকার বাসিন্দা। তিনি পাশের বাইশারী ইউনিয়নের একটি রাবার বাগানে টেপার হিসেবে কাজ করতেন। কর্মস্থলে থাকাকালীন সময়ে তিনি তৃষ্ণার্ত অবস্থায় ভুলবশত বোতলে রাখা এসিডযুক্ত পানি সাধারণ পানি মনে করে পান করেন।
পানি পানের পর থেকেই বাপ্পির শারীরিক অবস্থার অবনতি শুরু হয়। দুপুর ১২টার দিকে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে তার মৃত্যু হয়।
বাপ্পির পিতা সিরাজুল হক সওদাগর। তিনি দীর্ঘদিন ধরে রাবার বাগানে কাজ করে আসছিলেন।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, প্রতিদিনের মতো সেদিনও বাপ্পি সকালে কাজে গিয়েছিলেন।
১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) ফিরোজ আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, “মৃত মোহাম্মদ বাপ্পি বাইশারীর একটি রাবার বাগানে টেপার হিসেবে কাজ করে আসছিল।
কাজের এক পর্যায়ে তৃষ্ণার্ত অবস্থায় সে বোতলে ভর্তি এসিডযুক্ত পানি সাধারণ পানি মনে করে পান করে। এর ফলে তার শারীরিক অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে। তাকে তখন চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। দুঃখজনকভাবে, চিকিৎসাধীন অবস্থায় গত রাত আনুমানিক ২টায় তার মৃত্যু হয়।”