শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫

কক্সবাজারে খেলাঘরের ৭১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

স্বরূপ চক্রবর্তী:

“লাল সবুজের বাংলাদেশে,শিশুর জীবন উঠুক হেসে” এই প্রতিপাদ্যে দেশের প্রাচীন ও বৃহৎ জাতীয় শিশু কিশোর সংগঠন খেলাঘর আসরের ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে কক্সবাজারে।

২ মে বিকেলে পৌরসভার মিলনায়তনে জেলা খেলাঘরের সভাপতি সুবিমল পাল পান্নার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম.জসীম উদ্দিনের সঞ্চালনায় আড্ডায় অংশগ্রহণ করেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট জাতীয় পরিষদের সদস্য এড.তাপস রক্ষিত,জেলা শিল্পকলা একাডেমীর সাবেক সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পাল বিষু, জেলা খেলাঘরের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ,জেলা খেলাঘরের সহ সভাপতি কলিমুল্লাহ কলিম।

আরও উপস্থিত ছিলেন ঝিনুকমালা খেলাঘর আসরের সভাপতি ও জেলা শিক্ষা অফিসার মো.নাসির উদ্দীন,জেলা খেলাঘরের সম্পাদক মন্ডলীর সদস্য দীপক শর্মা দিপু,সৈকত খেলাঘরের সভাপতি নুপুর বড়ুয়া,জেলা খেলাঘরের সম্পাদকমন্ডলীর সদস্য এস এম নজরুল ইসলাম,সিমুনিয়া খেলাঘরের সভাপতি বুলবুল এ জান্নাত,সাগরিকা খেলাঘর আসরের সভাপতি আবু তাহের কূতুবী,ঝিনুকমালা খেলাঘরের সাধারণ সম্পাদক আবসার উদ্দীন,সিমুনিয়া খেলাঘরের সা.সম্পাদক উত্তম পাল,বেলাভূমি খেলাঘরের সা.সম্পাদক মো.শহীদুল্লাহ,আনন্দময় খেলাঘরের সম্পাদক শহীদুল্লাহ শাহেল,পাহাড়ি ফুল খেলাঘর আসরের সাধারণ সম্পাদক গোলাম মোর্শেদ,ঝিনুকমালা খেলাঘরের সংগঠক রাজিব দেবদাশ,অতনু দাশ,নয়ন চক্রবর্তী,সিমুনিয়া খেলাঘরের সংগঠক রানা মল্লিক,জাফর আলম, আরাকান খেলাঘরের রুমি মল্লিক,খেলাঘর সংগঠক রাহুল মহাজন।

আড্ডায় অতিথিরা বলেন,শিশু কিশোরদের অসাম্প্রদায়িক চিন্তা চেতনায় ও বিজ্ঞানমনস্ক মানবিক মূল্যবোধ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছে খেলাঘর। তাই আগামী প্রজন্মকে খেলাঘরের পতাকাতলে সমবেত করতে পারলেই অসাম্প্রদায়িক সুখী সুন্দর বাংলাদেশ বিনির্মান সম্ভব।
আড্ডা শেষে আবৃত্তি গান ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করাহয়।

এর ধারাবাহিকতায় কক্সবাজারের প্রথম খেলাঘরের শাখা সৈকত খেলাঘর আসর দুপুরে ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন‌ করে। সাধারণ সম্পাদক ওয়াহিদ মুরাদ সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নুপুর বড়ুয়া। এতে প্রধান অতিথি ছিলেন জেলা খেলাঘরের সভাপতি সুবিমল পাল পান্না।উপস্থিত ছিলেন ফয়সাল হুদা,এ কে ফাহিমুল আবেদিন‌ শোভন,হেলাল উদ্দীন শিকদার,রাজা,প্রিতম,জয়া ঐশী, কনিকা।

ছোটমণিদের আবৃত্তি গান ছড়া পরিবেশনের পরে কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
সন্ধ্যায় বিমান বন্দর সড়কস্থ অস্থায়ী কার্যালয়ে বেলাভূমি খেলাঘর আসর কেক কেটে খেলাঘরের ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন।

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

error: Content is protected !!